মৌসুমি বায়ুর বিদায়, কৃষকদের জমি প্রস্তুতের পরামর্শ, বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ তৈরির সম্ভাবনা
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এতে সামান্য বৃষ্টিপাত এবং স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
এতে আগামী কয়েকদিনের জন্য শীতকালীন সবজি ও আলু চাষের জমি প্রস্তুত করার জন্য অনুকূল আবহাওয়া তৈরি হবে।
এটি কৃষকদের বন্যায় ক্ষতিগ্রস্ত শস্যের ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।
এদিকে বাংলাদেশ থেকে মৌসুমি বায়ু বিদায়ের পথে।
পাশাপাশি বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এটি দেশ বা উপকূলীয় অঞ্চলে তেমন প্রভাব ফেলবে না।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) আবহাওয়ার পুরবাভাসে জানিয়েছে, গতকাল (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিম অংশে আরেকটি লঘুচাপ তৈরি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা বলেন, ‘লঘুচাপ সৃষ্টি হলে রোববার রাত থেকে দেশের দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে এ বৃষ্টিপাতের মাত্রা খুবই কম হবে। লঘুচাপটি ভারতের ওপর দিয়ে বাংলাদেশে আসার একটি সম্ভাবনা রয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগামী এক সপ্তাহে দেশের তাপমাত্রা বৃদ্ধির দিকেই থাকার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ু বিদায়ের কারণে তাপমাত্রা কয়েকদিন বাড়বে।
এরপরে ধীরে ধীরে ধরে কমতে শুরু করবে। এছাড়া আপাতত এ মাসে কোনো ঘূর্ণিঝড় কিংবা ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলে জানান তিনি।
আরও পড়ুন
- নবাগত শিল্পের ইঙ্গিত! চারা বিপ্লবে বদলে গেছে গ্রামের অর্থনীতি
- জিআই পণ্য হিসেবে স্বীকৃতি মধুপুরের আনারস
আবহাওয়াবিদরা বলেছেন, তাপমাত্রার এই বৃদ্ধি অস্বাভাবিক নয়, যদিও এতে মানুষের জন্য কিছুটা অস্বস্তি হতে পারে। এছাড়া বৃষ্টিপাতও কমতে থাকবে।
গতকাল সন্ধ্যায় দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম ছাড়া দেশের সব অঞ্চলে থেকে মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বাকি অংশ থেকেও মৌসুমি বায়ু বিদায় নিতে পারে।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ গনমাধ্যমকে বলেন, ‘যে লঘুচাপটি সৃষ্টি হতে যাচ্ছে, সেটির প্রভাব বাংলাদেশে পড়বে না। এমনকি আগামী ২০ অক্টোবর পর্যন্ত দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।’
তিনি বলেন, যেহেতু বৃষ্টি কমে আসছে, তাই তাপমাত্রা কিছুদিন বাড়বে। ২১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত বরিশাল ও চট্টগ্রাম বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এ মাসে কোনো ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও নেই বলেও জানান এ বিশেষজ্ঞ।
কৃষকদের জমি প্রস্তুত করার পরামর্শ
দেশ থেকে যেহেতু মৌসুমি বায়ু বিদায় নিয়েছে, তাই আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকায় শীতকালীন শাক-সবজিসহ বিশেষ করে আলু চাষিদের মাঠ প্রস্তুত করে বীজ বপনের পরামর্শ দিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর বলছে, আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকায় কৃষকরা শীতকালীন আগাম সবজি উৎপাদনে বীজ বপন করতে পারেন।
সম্প্রতি দেশের দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তারঞ্চলে হয়ে যাওয়া ভয়াবহ বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। ফলে দেশের বাজারে সবজিসহ কাঁচামালের দাম বেড়ে গেছে।
এ সংকট কাটিয়ে উঠতে আগাম শীতকালীন সবজি ভূমিকা রাখতে পারে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা।
মোস্তফা কামাল পলাশ বলেন, ‘রোববার থেকেই দেশে শুষ্ক আবহাওয়া শুরু হয়ে গেছে।
বিশেষ করে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও ঢাকা বিভাগের আলু চাষিরা পূর্ণ উদ্যমে আলুর জমি প্রস্তুত করে আলুর বীজ লাগানো শুরু করে দিতে পারেন।’
তিনি আরও বলেন, ‘২০ অক্টোবর পর্যন্ত বিচ্ছিন্নভাবে খুব অল্প সময়ের জন্য বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে।
২১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত যে সামান্য পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তা জমিতে লাগানো আলুর জন্য উপকারী হবে। সেভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম।’
সুত্র – টিবিএস