কেন ৮০০ এর বেশী পর্যটক সাজেকে আটকা?

তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধের কারণে সাজেক ভ্রমণে গিয়ে আট শতাধিক পর্যটক আটকা পড়েছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ৭২ ঘণ্টার অবরোধের ডাক দেয়।
এতে রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে দূরপাল্লার পাশাপাশি অভ্যন্তরীণ সব যান চলাচল বন্ধ হয়ে যায়। যে কারণে সাজেকে শুক্রবার ঘুরতে যাওয়া পর্যটকরা ফিরতে পারেননি।
সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জানান, অবরোধের কারণে সাজেকে আট শতাধিক পর্যটক আটকা পড়েছে। মূলত শুক্রবার খাগড়াছড়ি থেকে যারা সাজেক গিয়েছিলেন, তারাই সেখানে আটকা পড়েছেন। পরিস্থিতি ভালো হলে তাদের ফিরিয়ে আনা হবে।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, অবরোধের কারণে নিরাপত্তা ঝুঁকি থাকায় পর্যটকদের কোনো গাড়ি ছাড়া হয়নি। সাজেকে পর্যটকরা আটকা পড়েছেন। পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, অবরোধের কারণে নিরাপত্তা ঝুঁকি থাকায় পর্যটকদের কোনো গাড়ি ছাড়া হয়নি। সাজেকে পর্যটকরা আটকা পড়েছেন। পরিস্থিতির ওপর নির্ভর করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন