ইদানীং সাহিত্যচর্চা কেন্দ্র—চট্টগ্রামের ৬১তম সাহিত্য আড্ডা মিনহাজুল ইসলাম মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
খোরশেদ মুকুলের সঞ্চালনায় উক্ত আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি, লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব কামরুল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন কবি কফিল উদ্দিন দুলাল, কবি আলমগীর হোসাইন, কবি আলমগীর ইমন, ছড়াকার কুতুব উদ্দীন বখতেয়ার, কবি শাহ মুহাম্মদ নিয়ামতুল্লাহ,ছড়াকার শফিকুল আলম সবুজ প্রমুখ
আড্ডার মূল বিষয় ইদানীং—হাবিলদার রজব আলী খাঁ সংখ্যা প্রকাশ ও ইদানীং—হাবিলদার রজব আলী খাঁ স্মৃতি পুরষ্কার হলেও বাদ পড়েনি সমকালীন সাহিত্যের হালচাল।
প্রাণবন্ত আড্ডায় অতিথিরা ইদানীং—হাবিলদার রজব আলী সংখ্যা প্রকাশের উদ্যোগকে একটি সাহসী পদক্ষেপ বলে উল্লেখ করেন এবং তা সময়ের দাবি বলেও উল্লেখ করেন।
তাঁরা সংখ্যাটির সার্বিক সাফল্য ও প্রকাশের ক্ষেত্রে নানা সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এছাড়া স্বরচিত লেখা পাঠ ও মূল্যায়নে অংশ নেন উপস্থিত লেখকবৃন্দ।