১ অক্টোবর থেকে সুপার শপে পলিথিন ব্যাগ ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে, সারাদেশে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন “One Big Earth”।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় রাজধানীর শাহবাগ জাতীয় প্রেসক্লাবের সামনে সামনে “One Big Earth” উদ্যোগে সমাবেশে অংশ নেন এসব সংগঠনের নেতাকর্মীরা।
‘দেশজুড়ে নিষিদ্ধ হোক জীবনঘাতি পলিথিনের ব্যবহার, থেমে যাক প্লাস্টিক প্রলয়। সুস্থ হয়ে উঠুক মা,মাটি,মানুষ।’- ব্যানারে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ বলেন, পলিথিন নিষিদ্ধ হওয়ার পর গত দুই দশকে শুধু রাজধানীতেই প্লাস্টিক বর্জ্য বেড়েছে তিনগুণের বেশি। অথচ প্লাস্টিক পলিথিনের বিকল্প তৈরিতে নেই কোনও উদ্যোগ। বর্জ্য ব্যবস্থাপনার গলদ ও নগরবাসীর অসচেতনতায় ভয়ংকর পরিণতি পথে এগোচ্ছে প্রাণ, প্রকৃতি ও পরিবেশ।
এছাড়া One Big Earth প্রতিষ্ঠাতা মসরুর জুনাইদ বলেন, দেশের শহর থেকে গ্রামাঞ্চল খাল, বিল-ঝিল, জলাশয়, নদী-নালা, সাগর, বনাঞ্চল ও পাহাড় এবং পর্যটনকেন্দ্র এমন কোনো জায়গা নেই, যেখানে পলিথিন ও প্লাস্টিকের দূষণ নেই। এসব বর্জ্য কিন্তু পোড়ানোও হচ্ছে। এসবের দূষণের ফলে জীববৈচিত্র্যে ও জলবায়ুর ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
তিনি আরও বলেন, সরকার যেখানে দূষণ বন্ধ করবে, সেখানে দূষণে উৎসাহ দেওয়া হচ্ছে, যা আত্মঘাতী ও স্ববিরোধী, পরিবেশ ও জীববৈচিত্র্যে এবং মানুষের জন্য হুমকি।
মানববন্ধন থেকে পাঁচ দাবি তুলে ধরা হয়, দাবিগুলো হলো- শুল্ক প্রত্যাহর নয়, ক্ষতিকর পলিথিন আমদানি নিষিদ্ধ এবং দেশেও উৎপাদন বন্ধ করতে হবে। পরিবেশ দূষণকারী শিল্পকলকারখানাকে আইনের আওতায় আনতে হবে এবং পলিথিনের বিকল্প পরিবেশবান্ধব শিল্পকে প্রণোদনা দিতে হবে। মাটি, পানি, শব্দ ও বায়ুদূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং বর্জ্য পোড়ানো নিষিদ্ধ করতে হবে। নদী ও সাগর পথে, উদ্যান ও বনে, পাহাড়ে, সমুদ্রসৈকতে পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে। সরকারকে অবশ্যই পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করতে হবে এবং পলিথিন ও প্লাস্টিক বন্ধে আইনের যথাযথ বাস্তবায়ন করতে হবে।